যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর পরীক্ষা চালিয়েছে তুরস্ক।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে গত সপ্তাহে কৃষ্ণ সাগরে এই পরীক্ষা চালানো হয়।
ফাইটার জেট উড্ডয়নে ঝুঁকি তৈরি হবে জানিয়ে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছিল। তাদের অভিযোগ, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার সাথে এস-৪০০ সমন্বয়যোগ্য নয়।
এস -৪০০ সক্রিয় করা হলে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটি।
শুক্রবার পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের সরঞ্জামের পরীক্ষা চালানোর অধিকার রয়েছে তুরস্কের।
তিনি বলেন, ‘আমরা আমেরিকার কথা শুনতে বাধ্য নই।’
তুরস্ক বলছে আমেরিকা তাদের কাছে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি না করায় রাশিয়ার তৈরি ব্যবস্থাটি কিনতে বাধ্য হয়েছে তারা।
সূত্র: রয়টার্স